ইউরোপের রাস্তাঘাটে ঘুমাচ্ছে শরণার্থীরা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩১ পিএম, ১১ সেপ্টেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০২:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
গ্রিসের লেসবস দ্বীপে শরণার্থী শিবিরে আগুন লাগার পর শত শত মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছে। ইউরোপের দেশ গ্রিসের রাস্তায় শরণার্থীদের শুয়ে থাকার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। লেসবস দ্বীপের যে শরণার্থী শিবিরে আগুন লেগেছে সেখানে সাড়ে ১২ হাজারের বেশি মানুষ রয়েছে। লেসবস দ্বীপের মরিয়া ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের আশ্রয় দেওয়ার জন্য তিনটি জাহাজ পাঠাচ্ছে গ্রিস।
গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, লেসবস দ্বীপের উদ্দেশে একটি ফেরি ও নৌবাহিনীর দুটি জাহাজ রওনা দিয়েছে। অভিবাসনমন্ত্রী নোটিস মিতারাচি জানান, এই জাহাজগুলোতে প্রায় ২ হাজার মানুষকে সাময়িক আশ্রয় দেওয়া হবে। তিনি আরো জানান, সরকার মরিয়া ক্যাম্প এলাকায় জরুরি ভিত্তিতে আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছে।
বুধবার সকালে ভয়াবহ ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শরণার্থী শিবিরটি পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই আহত হয়েছেন। ২০১৫ সালের পর থেকে মরিয়া আবাসিক এলাকার ওই শরণার্থী শিবিরটিতে ৭০টি দেশের মানুষ আশ্রয় নিয়েছে।
গত সপ্তাহে একজন শরণার্থীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলে ক্যাম্পটির বাসিন্দাদের কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ পর্যন্ত সেখানে অন্তত ৩৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। দাতব্য সংস্থাগুলোর অভিযোগ, মরিয়া শিবিরে জীবনযাত্রার মান এতটাই অপ্রতুল যে, সেখানে সামাজিক দূরত্বের মতো বিধিনিষেধ বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিেসাতাকিস এই অগ্নিকাণ্ডের জন্য করোনা পরীক্ষা এবং তাদের কোয়ারেন্টাইনে থাকা নিয়ে সহিংস আচরণকেই দায়ী করেছেন।