ওয়াশিংটনে উড়োজাহাজ দুর্ঘটনায় জন্মদিনে তরুণীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ০৩:৫২ পিএম, ২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৫
সংগৃহীত ছবি
আগেই ঠিক করে রেখেছিলেন বাড়িতে ফিরে পরিবার এবং বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপন করবেন। কী কী করবেন, কোথায় যাবেন, সব ঠিকও করে ফেলেছিলেন। বাড়িতে ফোন করে জানিয়েছিলেন যে বিমানে করে ফিরছেন তিনি। কিন্তু বাড়ি ফেরার আগেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো ওহাইওর বাসিন্দা এলিজাবেথ কিজের।
৩৩তম জন্মদিন ছিল এলিজাবেথের। খবর বিবিসির।
গত বুধবার স্থানীয় সময় রাত ৯টায় সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে ধাক্কায় পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। সেই উড়োজাহাজের ৬৭ জন যাত্রীর মধ্যে ছিলেন এলিজাবেথ কিজ।
এখন পর্যন্ত উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে আছে তার লাশও।
দুর্ঘটনায় সন্তানকে হারিয়ে এখন আঁধার নেমে এসেছে কিজের পরিবারে। তার প্রেমিক ডেভিড সিডমান বিবিসিকে বলেছেন, ‘জন্মদিনেই কিজের মৃত্যু হয়েছে।’
বোস্টনের টাফট্স বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন কিজ।
জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করেছিলেন তিনি। কর্মক্ষেত্রেও তিনি ছিলেন সবার পছন্দের।
কিজের মৃত্যুতে তার পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘এলিজাবেথ কিজ ছিলেন মানসিকভাবে শক্ত এবং অকুতোভয়। জীবনকে বরণ করে নিয়েছিলেন পূর্ণ কর্মচাঞ্চল্যের সঙ্গে....তিনি মানুষকেও যেমন গভীরভাবে ভালোবাসতেন, তেমনি মানুষও তাকে গভীরভাবে ভালোবাসত।’