বাড়ি ফিরতে চাওয়া ২২ লেবাননিজকে হত্যা ইসরায়েলের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জানুয়ারী,সোমবার,২০২৫ | আপডেট: ০৫:২৬ এএম, ১৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

দক্ষিণ লেবাননে গুলি করে ২২ লেবানিজকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গতকাল রোববার চুক্তি অনুযায়ী ওই অঞ্চল থেকে ইসরাইলি সৈন্যদের প্রত্যাহারের কথা থাকলেও তা করেনি তেল আবিব। বরং সেখান থেকে নিজ বাড়িতে ফিরতে চাওয়া সাধারণ লেবানিজদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরাইলির বাহিনীর হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। এদিকে গত শুক্রবার ইসরাইল জানিয়েছে তারা রোববারের সময়সীমা পার হওয়ার পরও সেখানে তাদের সৈন্যদের উপস্থিত রাখবে। এর কারণ হিসেবে তারা দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহ মুক্ত না করার অজুহাত দেখিয়েছে। তারা বলছে, সেখানে হিজবুল্লাহকে অস্ত্রমুক্ত করা হয়নি এবং লেবাননে সেনা মোতায়েনের শর্তাবলী পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করা হয়নি।
তবে ইসরাইলের বিরুদ্ধে প্রত্যাহারের সময় বিলম্ব করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক বাহিনী। তারা বলেছে, রোববার ইসরাইল যাদের হত্যা করেছে তাদের মধ্যে একজন লেবানিজ সেনা কর্মকর্তাও রয়েছেন।
গত ২৭ নভেম্বর হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যে চুক্তি হয় এতে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী অঞ্চল থেকে সরে গিয়ে ৩০ কিলোমিটার দূরের লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে। অপর দিকে ইসরাইল আগামী ৬০ দিনের মধ্যে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাবে। তবে ইসরাইল চুক্তির শর্ত ভঙ্গ করেছে। তাদের দাবি, তারা যেসব অঞ্চল ছেড়ে যাবে, সেখানে লেবাননের সেনাদের অবস্থান নেয়ার কথা থাকলেও, তারা নেয়নি। এ কারণে আপাতত লেবানন ভূখণ্ডে অবস্থান করবে তাদের সেনারা।
রোববার নিরীহ লেবানিজদের ওপর গুলি চালানের বিষয়টি স্বীকার করেছে ইসরাইল। তারা বলেছে সাধারণ মানুষজন যখন দৌঁড়ে তাদের দিকে আসতে থাকে তখন তারা গুলি ছোড়ে। এছাড়া একজন সেনা নিহতের বিষয়টি তদন্ত করা হবে বলেও জানিয়েছে ইসরাইল।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
