avertisements 2

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সেই পান্নুন, উদ্বেগে ভারত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জানুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ১২:৫১ পিএম, ২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৫

Text

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা যায় খালিস্তানি নেতা গুরপতবন্ত সিংহ পান্নুনকে।  তার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। 

কারণ ভারতের গোয়েন্দারা এই পান্নুনকে যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে ওয়াশিংটনের। বিষয়টি প্রকাশ্যে আসার পর দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। তাছাড়া কানাডায় আরেক খালিস্তানপন্থি নেতাকে হত্যার ঘটনায় ভারতকে দায়ী করেছে টরেন্টো। ওই ঘটনার প্রতিবাদও জানিয়েছে ওয়াশিংটন।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায়, ২০ জানুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে পান্নুন স্লোগান দিচ্ছেন। অনুষ্ঠানে যখন সবাই ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে চিৎকার করছেন, তখন পান্নুন স্লোগান দিতে শুরু করেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্ভবত পান্নুনের কোনো সহপাঠীর তোলা। সেখানে প্রথমে দেখা যায়, মঞ্চের ওপরে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। তার পরে দেখা যায় সমবেত জনতা, যারা অধিকাংশই ট্রাম্পের সমর্থক, স্লোগান দিচ্ছেন। এরপরেই ক্যামেরা গিয়ে পড়ে পান্নুনের ওপরে। দেখা যায়, তিনি ‘খালিস্তান জ়িন্দাবাদ’ বলে চিৎকার করছেন।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বিষয়টির সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলবেন তারা।

সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যখনই সে দেশে কোনো ভারতবিরোধী কার্যকলাপ হয়, আমরা আমেরিকার সঙ্গে কথা বলি। এ বিষয়টি নিয়েও ওয়াশিংটনের সঙ্গে কথা বলা হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে ভারতবিরোধী কাজের আঁচ পেলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

প্রতিবেদনে বলা হয়েছে, পান্নুনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকালাপের অভিযোগ এনে ২০২১ সালে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অমৃতসর ও চণ্ডিগড়ে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2