avertisements 2

তুরস্কের স্কি রিসোর্ট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬৬

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জানুয়ারী, বুধবার,২০২৫ | আপডেট: ০৩:৩০ পিএম, ২২ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

ছবি : এএফপি

তুরস্কের  উত্তর-পশ্চিম অঞ্চলের বোলুর প্রদেশের একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

বোলুর গভর্নর আব্দুল আজিজের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি-র জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ৩০ মিনিটে ১১তলা রিসোর্টের চতুর্থ তলায় হোটেলে আগুন লাগে। কয়েক ঘণ্টা ধরে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, ওই হোটেলটিতে ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন। আগুন লাগার পর ভবন থেকে লাফিয়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়ার বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, তুরস্কের বোলু প্রদেশের কার্তালকায়ার স্কি রিসোর্টে একটি রেস্তোরাঁয় রাতের বেলায় আগুন লেগে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয় আরও ৫১ জন।

ঘটনাস্থল পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়ার শোক প্রকাশ করে বলেন, বিষয়টি অন্তত বেদনাদায়ক, আমরা গভীরভাবে শোকাহত। দুর্ভাগ্যবশত এই হোটেলে আগুন লাগার ঘটনায় আমরা ৬৬ জনকে হারিয়েছি।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু বলেছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকিদের চিকিৎসা চলছে।

তুরস্কের আইনমন্ত্রী বলেছেন, বোলুতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় কর্তৃক ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় রিসোর্টটির মালিকসহ চারজনকে আটক করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়্যেপ এরদোগান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঘটনার ওপর গভীরভাবে আলোকপাত করার জন্য নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের জবাবদিহি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

১৬১ কক্ষ বিশিষ্ট রিসোর্টটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। কেননা সেখানে ফায়ারসার্ভিস পৌঁছাতে এক ঘণ্টা সময় রেগেছিল। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লাগে।

রিসোর্টটি তুরস্কের অন্যতম প্রধান শীতকালীন পর্যটন এলাকা, এটি ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার (১৮৩ মাইল) পূর্বে অবস্থিত। মৌসুমে হাজার হাজার দর্শনার্থী সেখানে বেড়াতে যান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2