অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে আরেক ধাপ আগালো অস্ট্রেলিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ নভেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:৪৬ পিএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
১৬ বছরের কমবয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পক্ষে যুগান্তকারী বিল পাসের পক্ষে ভোট দিয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ। এর মাধ্যমে এই বিল আইনে পরিণত করার পথে আরেক ধাপ এগিয়েছে দেশটি। বিলটির পক্ষে নিম্নকক্ষে ব্যাপক ভোট পড়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভদের ভোটে পাস হওয়া এই নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স এর মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে বিশাল অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হবে। নতুন আইন মোতাবেক সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নিষেধাজ্ঞা না মানলে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার মুখোমুখি হবে বলে জানানো হয়েছে।
ভোটাভুটিতে বিলটির পক্ষে নিম্নকক্ষ পার্লামেন্টের ১০৩ সদস্য ভোট দিয়েছেন। পক্ষান্তরে এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন মাত্র ১৩ রিপ্রেজেন্টেটিভ। পার্লামেন্টে পাস হওয়ার পর এই বিল এখন সিনেটে যাবে। সেখানে অস্ট্রেলিয়ার প্রধান রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলেই বিলটি আইনে রূপান্তরিত হবে বলে আশা করা হচ্ছে।
বিরোধী আইন প্রণেতা ড্যান তেহান বলেছেন, সিনেটে তোলা আরেকটি সংশোধনীতে সম্মত হয়েছে সরকার। যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য গোপনীয়তার সুরক্ষা আরও জোরদার করা হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য এমন আইন রয়েছে যার উপর সরকারি নজরদারি বলবৎ রয়েছে বলে মনে করা হয়।
নিষেধাজ্ঞাটি আইনে পরিণত হলেই অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সরকার জানিয়েছে আইন কার্যকর হওয়ার আগে মাত্র এক বছর সময় পাবে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো। এর মধ্যেই তাদের নির্ধারণ করতে হবে তারা কীভাবে এই আদেশ মেনে চলবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে আগামী বছরের জুন পর্যন্ত সময় চেয়েছে। এর মধ্যে তারা বয়স নির্ণয়ের সংস্করণ চালু করার কথা জানিয়েছে।