avertisements 2

বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরাইলের বিমান হামলা, নিহত ৫

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৬:৩০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

বৈরুতের একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে পাঁচ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, বাচৌরির বহুতল ওই ভবনটিতে হিজবুল্লাহর একটি স্বাস্থ্য কেন্দ্র ছিল বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তাদের বলছে তারা নির্ভুল স্থানকেই লক্ষ্যবস্তু করেছে। লেবাননের রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে এটাই ইসরাইলের প্রথম হামলা। তাদের টর্গেটকৃত ভবনটি দেশটির পার্লামেন্ট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। বৈরুতে হামলার পাশাপাশি শহরের দক্ষিণ দিকের দাহিয়েহতেও বুধবার রাতে অন্তত পাঁচটি বিমান হামলা চালিয়েছে তেল আাবিব। দক্ষিণ লেবাননে ইসরাইলের আট সেনা সদস্য নিহতের খবরের পরপরই বৈরুতে এই হামলা চালায় তারা। ইসরাইল বলছে তারা ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার পর এবারই প্রথম তাদের সামরিক সদস্য নিহত হয়েছে। 

এদিকে ইসরাইলের সাথে সীমান্তে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। তারা দাবি করেছে ইতিমধ্যেই ইসরাইলি বাহিনীর বেশ কয়েকটি ট্যাংক তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া তারা বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্র থেকে তেল আবিবের বাহিনীকে হটিয়ে দেয়ার কথাও জানিয়েছে। হিজবুল্লাহকে মোকাবিলা করতে লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে তদের অবকাঠামো ধ্বংস করতে ইসরাইলের আরও পদাতিক ও সাঁজোয়া সেনা সদস্যরা যোগ দিয়েছেন বলে জানিয়েছিল ইসরাইল। বুধবার রাতের হামলায়, শহরের দক্ষিণ দিকের দাহেহে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর চতুর্থটি কেন্দ্রের কাছাকাছি কোনো স্থানে বিস্ফোরিত হয়েছিল। দাহেহে আরও দুটি বিমান হামলা হয়েছে, যা ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) স্থানীয় বাসিন্দাদের সতর্ক করার পরে করা হয়েছিল। ইসরাইলের দাবি তারা হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করছে।

গত রাতের বিমান হামলার আগে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন। তবে হতাহতের মধ্যে কতজন বেসামরিক তা এখনও আলাদা করে চিহ্নিত করা যায়নি। ইসরাইলের হামলায় লেবাননে এ পর্যন্ত ১,২০০ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ বাসিন্দা।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2