avertisements 2

যুক্তরাষ্ট্রে তীব্র গরমে গলে গেল আব্রাহাম লিঙ্কনের মূর্তি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুন,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:৩০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

তীব্র গরমে কাবু আমেরিকার বহু অংশ। উত্তর-পশ্চিম ওয়াশিংটনের তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াসে(১০০ ডিগ্রি ফারেনহাইট ) পৌঁছে  যায়। আর তাতেই হল বিপত্তি। দেশের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মোমের একটি মূর্তি তীব্র তাপমাত্রার জেরে গলতে শুরু করেছে। বিশিষ্ট এই মার্কিন রাজনীতিবিদ এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সারা পৃথিবীতেই একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে সমাদৃত।  রিচমণ্ড শিল্পী স্যান্ডি উইলিয়ামস উত্তর-পশ্চিম ওয়াশিংটনের গ্যারিসন এলিমেন্টারি স্কুলের মাঠে ক্যাম্প নার্কারের ঐতিহাসিক স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্টের মোমের মূর্তিটি স্থাপন করেছিলেন। আমেরিকা যখন গৃহযুদ্ধে জর্জরিত, সেই সময় দাসত্ব থেকে মুক্তিপ্রাপ্ত আফ্রিকান-আমেরিকানদের জন্য আশ্রয় গড়ে তোলা হয় ওই এলাকায়। দাসত্ব ঘোচানোয় লিঙ্কনের ভূমিকা স্মরণ করেই সেখানে ওই মূর্তিটি বসানো হয়েছিল। মূর্তিটির উচ্চতা ছিল ছয় ফুট। এই মূর্তিটি শিল্পী স্যান্ডি উইলিয়ামসের ‘দ্য ওয়াক্স মনুমেন্ট সিরিজ’-এর অংশ ছিল।

 

ইতিমধ্যেই গলে যাওয়া মূর্তিটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রোদের তেজ অতোটাই তীব্র ছিল যে মূর্তিটি গলে গিয়ে মাথাটি আলাদা হয়ে গিয়েছে। পাও খুলে যায়। শুধুমাত্র ধড়টি অক্ষত রয়েছে। এমনকি আব্রাহাম লিঙ্কন যে মোমের চেয়ারটিতে বসেছিলেন সেটিও সূর্যের তাপে গলে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আপাতত সেই মূর্তি সারাইতে ব্যস্ত প্রশাসন। 

এদিকে লিঙ্কনের গলে যাওয়া মূর্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নানা কমেন্ট আসতে শুরু করে । একজন মজা করে লেখেন, '১৬ ঘণ্টা কাজের পরে এমনই অবস্থা হয় আমার'! তবে কেউ কেউ সিরিয়াস কমেন্টও করেন। যেমন একজন লেখেন, 'এবার হয়তো আমেরিকানরা বিশ্বাস করবে যে, জলবায়ু সত্যিই বদলাচ্ছে'!  

সূত্র : ইন্ডিয়া টুডে
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2