avertisements 2

ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে ভারতের সমালোচনা

ইহুদিবিদ্বেষ ও ইসলামভীতি বাড়ছে যুক্তরাষ্ট্রে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জুন,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৩:২৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বার্ষিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে ভারতের সমালোচনা করা হয়েছে। তাছাড়া বিশ্বজুড়ে ইহুদি ও মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। সূত্র: এএফপি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র নিজ দেশে ইহুদিবিদ্বেষ ও ইসলামভীতি বৃদ্ধির মুখোমুখি হয়েছে। বুধবার ২০২৩ সালের ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্বজুড়ে ইহুদি ও মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরির কথা উঠে এসেছে প্রতিবেদনে। অ্যান্টনি ব্লিঙ্কেন তিনি বলেন, দেশটির কর্মকর্তারা ইহুদি ও মুসলিমবিরোধী বক্তব্য দিচ্ছেন। 

তিনি বলেন, ইউরোপের অন্য ৯টি দেশে জনসমাগমস্থলে কিছু ধরনের ধর্মীয় পোশাকের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফ্রান্সে মুসলিম নারীদের বোরখা পরিধানে নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন তিনি। 

এই প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা ইস্যুতে ভারতের সমালোচনা করে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘ভারতে ধর্ম পরিবর্তন রোধের আইন, বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বাসাবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। 

দেশটির আন্তর্জাতিক ধর্মীয় স্বধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর–অ্যাট–লার্জ রাশাদ হুসাইন বলেন, ভারতের খ্রিষ্টান সম্প্রদায় জানিয়েছে, ধর্ম পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে তাদের প্রার্থনায় বাধা দিয়েছে ভারতের বিক্ষুব্ধ জনতা। তাদের ওপর বিক্ষুব্ধ জনতার হামলার সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা নিশ্চুপ ছিলেন। 

পাকিস্তানের ধর্ম অবমাননা সংক্রান্ত আইনগুলোর নিন্দা জানিয়ে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এসব আইন পাকিস্তানে অসহিষ্ণুতা ও ঘৃণাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2