avertisements 2

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন মোদি?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুন,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৩:৪৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ভারতের লোকসভা নির্বাচনের সাত ধাপের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে আজ (৪ জুন)। দুদিন আগেই বুথফেরত জরিপ সংস্থাগুলো ভবিষ্যদ্বাণী করেছিল, এবারও বিপুল বিজয় পাচ্ছে ক্ষমতাসীন বিজেপি ও তার নেতৃত্বাধীন জোট এনডিএ। কিন্তু প্রাথমিক ফল ঘোষণা শুরু হতেই সমস্ত বুথফেরত জরিপের ভবিষ্যদ্বাণী উল্টে দিচ্ছে বিরোধী জোট ইনডিয়া। 

সর্বশেষ তথ্যানুসারে, অন্তত ২৭২ আসনে এগিয়ে রয়েছে রাহুল গান্ধীর কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট। ফলে এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে নরেন্দ্র মোদির বিজেপি। অর্থাৎ একাই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না-ও পেতে পারে প্রধানমন্ত্রী মোদির দল।

একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩০০ আসনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এনডি জোট এগিয়ে আছে ২৯০ আসনে। অন্যদিকে ইনডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩৪ আসনে।

বিজেপি সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে নরেন্দ্র মোদির ঘাঁটি উত্তর প্রদেশে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, এ রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে শক্ত টক্কর দিচ্ছে বিরোধী জোট ইনডিয়া। 

কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ (এসপি) বিরোধী দলগুলোর জোট ইনডিয়া আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে এখন পর্যন্ত।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশে বিজেপির জোট এনডিএ এগিয়ে রয়েছে ৩৮টি আসনে। অন্যদিকে ইনডিয়া জোট এগিয়ে রয়েছে ৪৩ আসনে।

এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্যেও বিজেপি সুবিধা করতে পারেনি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানে এগিয়ে রয়েছে অন্তত ৩২ আসনে।

উত্তর প্রদেশ রাজনৈতিকভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। কারণ এ রাজ্যেই রয়েছে লোকসভার ৮০টি আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির এনডিএ জোট ৮০টির মধ্যে ৬২ আসনে জিতেছিল। তবে প্রাথমিক ফল বলছে, এবার এনডিএর ভাগ্য এতটা সুপ্রসন্ন না-ও হতে পারে।

উত্তর প্রদেশে এবার অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি ৬২টি আসনে লড়ছে, আর কংগ্রেস লড়ছে ১৭ আসনে।

কংগ্রেসের জন্য এ রাজ্যের আমেথি ও রায় বারেলি পারিবারিকভাবেই শক্তিশালী আসন। এ আসন দুটিতে, বিশেষ করে আমেথিতে জয় পাওয়া তাদের মর্যাদার ব্যাপার। গতবার আমেথিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধী। আজ সকাল এগারোটা (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) পর্যন্ত গান্ধী পরিবারের অনুগত কিশোরী লাল শর্মার কাছে পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি। অন্যদিকে রায় বারেলিতে রাহুল গান্ধী ৬০ হাজার ভোটে এগিয়ে রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2