ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আরও ৮৫ ফিলিস্তিনি নিহত
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ২২ মে,
                                    বুধবার,২০২৪ | আপডেট:  ১১:৫৯ এএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (২২ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৫ জন নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।
 
ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজায় ইসরায়েলি বোমা হামলায় অন্তঃসত্ত্বা এক নারী এবং তার অনাগত সন্তানসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থাটি বলছে, নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় বাস্তুচ্যুত লোকদের ভিড়ে বোমা হামলা করা হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
ভোরে মধ্য গাজার জাওয়াইদা এলাকার আশপাশে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি সৈন্য এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড লড়াই হচ্ছে। পশ্চিম রাফাহের তাল আস-সুলতান এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা করেছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল।
আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৫ হাজার ৬৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭৯ হাজার ৮৫২ জন। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা।


                                    
                                    
                                    
                                    
                                    


