avertisements 2

ফিলিস্তিনপন্থী পোস্টে ‘লাইক’ দেয়ায় চাকরিচ্যুত ভারতীয় শিক্ষিকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মে,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৫:০১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ছবি - সংগৃহীত

গাজা ভূখণ্ডে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে ‘লাইক’ দেয়ার ‘অপরাধে’ পারভীন শেখ নামে এক স্কুলশিক্ষককে চাকরিচ্যুত করেছে ভারতের মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের কর্তৃপক্ষ।

এর আগে, তাকে ইস্তফা দিতে বলা হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি এই প্রধানশিক্ষিকা (প্রিন্সিপাল) পারভিন শেখ।

বিদ্যাবিহার এলাকার ওই স্কুলের কর্তৃপক্ষ বরখাস্তের নোটিশে জানায়, পারভিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘হামাসপন্থী’, ‘ইসলামপন্থী’ এবং ‘হিন্দুত্ববিরোধী’ লেখার প্রতি সমর্থন জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্কুল-কর্তৃপক্ষ লেখে, ‘পারভিনের ভাবনা আমাদের মূল্যবোধের পরিপন্থী এবং বিকৃত। আমরা উদ্বেগের সাথে গভীরভাবে বিবেচনার পরে তার পরিষেবা আর গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

গাজায় গণহত্যার প্রতিবাদ জানানোর ওই পোস্ট সমর্থনের পরেই পারভিনকে তলব করে ইস্তফা দিতে বলেছিলেন কর্তৃপক্ষ। কিন্তু গত সপ্তাহে ওই স্কুলের প্রিন্সিপাল জানান, তিনি কোনো অপরাধ করেননি। তাই ইস্তফা দেবেন না।
তিনি বলেন, ‘আমি গণতান্ত্রিক ভারতের বাসিন্দা। আমার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে।’ কিন্তু তার সেই যুক্তিতে সায় দেয়নি না সোমাইয়া স্কুল।

পারভীন এক যুগ ধরে সোমাইয়া স্কুলে চাকরি করছেন। সাত বছর আগে তিনি স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। লিংকডইনে দেওয়া তথ্য অনুযায়ী, পারভীন ৩০ বছর ধরে শিক্ষকতা করছেন। কোচিং, মেন্টরিং, শিক্ষকদের কর্মজীবনে পেশাগত উন্নয়ন, পাঠক্রম ও কার্যকর শ্রেণিকক্ষ সাজানোর ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2