avertisements 2

চিকিৎসার অর্থ নেই, আইসিইউ রুমে ঢুকে অসুস্থ স্ত্রীকে হত্যা করলেন স্বামী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মে,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:৫৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ছবি : প্রতীকী

চিকিৎসা করানোর সামর্থ্য এবং হাসপাতালের বিল দেওয়ার অর্থ না থাকায় নিজের স্ত্রীকে হত্যা করেছেন এক স্বামী। গত শুক্রবার (৩ মে) যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্টারপয়েন্ট হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশের কাছে ঐ ব্যক্তি নিজেই স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

হাসপাতালের কর্মীরা পুলিশকে জানিয়েছে, ঐ ব্যক্তি নিজেই তার অসুস্থ স্ত্রীকে হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি “আমি তাকে হত্যা করেছি। আমি তার শ্বাসরোধ করেছি” বলে চিৎকার করতে থাকেন।

হাসপাতাল কর্মীরা আরও জানিয়েছে, ওই নারী আইসিইউতে ছিলেন এবং তার ডায়ালাইসিস চলছিল।

পুলিশ ঐ ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ জানিয়েছে, লোকটির নাম রনি উইগস। তিনি হাসপাতালের বেডে তার স্ত্রীকে শ্বাসরোধ করেন। এছাড়া তার নাক ও মুখও চেপে ধরেন যেন তিনি চিৎকার করতে না পারেন।

হাসপাতালের কর্মীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দেখে ওই নারীর নিথর দেহ পড়ে আছে। পরে তাকে লাইফ সাপোর্টে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওই স্বামী পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি আর্থিক ও মানসিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। আর এ কারণে স্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2