শততম দিনে গড়াল গাজা যুদ্ধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জানুয়ারী,সোমবার,২০২৪ | আপডেট: ০২:৪০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গাজা উপত্যকায় টানা ১০০ দিন ধরে যুদ্ধের নামে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হত্যাযজ্ঞের শিকার হয়েছে হাজারও মানুষ, যার মধ্যে বেশি নারী ও শিশু।
শনিবার ১৩ জানুয়ারি রাতে গাজায় রাফাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুই বছরের শিশুসহ কমপক্ষে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, হাতে এক টুকরো রুটি নিয়ে ক্ষুধার্ত অবস্থায় শিশুটি মারা যায়। গত ২ জানুয়ারি বৈরুতে নিহত হামাসের সিনিয়র কর্মকর্তা সালেহ আল-আরৌরির বোন দালাল এবং ফাতিমা আল-আরৌরিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।
অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরে ইসরায়েলি বুলডোজার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। চলছে গণগ্রেপ্তারও। গাজায় যুদ্ধের শততম দিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে জোহানেসবার্গ থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিশ্বজুড়ে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিপন্থীরা।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৩ হাজার ৮৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ হাজার ৩১৭ জনের বেশি ফিলিস্তিনি।