avertisements 2

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মোদী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জানুয়ারী,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১১:৫০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে শেখ হাসিনার নেতৃত্বে দলটি টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছেন। আওয়ামী লীগের এ বিজয়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

একইসঙ্গে নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক টুইটে তিনি এ অভিনন্দন জানান।

নরেন্দ্র মোদি আরও বলেন, বাংলাদেশ ও তার জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, গত রোববার (৭ জানুয়ারি) রোববার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগ এখন পর্যন্ত এককভাবে ২২২ আসনে জয়লাভ করেছে। অপরদিকে নির্বাচনে অংশগ্রহণকারী বৃহত্তম দল হিসেবে ১১টি আসন পেয়েছে জাতীয় পার্টি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২ আসন। অন্যান্যরা পেয়েছেন ৩টি আসন। সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক আসনে জয়লাভ করে আওয়ামী লীগ এককভাবেই সরকার গঠন করতে পারবে। সে হিসেবে টানা চারবার সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের আস্থাভাজন হিসেবে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2