শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ২ জানুয়ারী,মঙ্গলবার,২০২৪ | আপডেট:  ০৮:০৩ পিএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। দেশটির ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। জাপান উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ মিটারের (১৯০ মাইল) মধ্যে আরও বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে। সোমবার (১ জানুয়ারি) হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, জাপান সাগরের নোটো অঞ্চলে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির প্রভাবে পানির স্রোত ৫ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এ কারণে জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার পরমর্শ দেওয়া হয়েছে।
এনএইচকের একজন উপস্থাপক দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমরা বুঝতে পারছি আপনার বাড়ি, আপনার জিনিসপত্র সবই আপনার কাছে মূল্যবান, কিন্তু আপনার জীবন সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব দৌড়ে পালান।
এদিকে জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশে জাপান সাগরের নোটো অঞ্চলে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ০৬ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার কম্পন শুরু হয়। এরপর ৪টা ১০ মিনিটে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ১৮ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ২৩ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি, বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প এবং বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়।
এর আগে, গত বছরের অক্টোবরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল জাপানে। তখনও সুনামি সতর্কতা জারি করেছিল জাপান সরকার।


                                    
                                    
                                    
                                    
                                    


