বাড়ছে ইসরাইলি সেনাদের মৃত্যু, চাপে নেতানিয়াহু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ ডিসেম্বর,
বুধবার,২০২৩ | আপডেট: ১১:৪৬ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

ইসরাইলি সেনাদের ক্রমবর্ধমান মৃত্যুতে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এ কারণে প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ১ ডিসেম্বর যুদ্ধ বিরতি শুরু হওয়ার পর সেনাদের নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে ভীষণ চাপে পড়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
আল জাজিরার প্রতিনিধি অ্যালন ফিশার জানিয়েছেন, ইসরাইলিদের মাঝে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যদি গাজায় বন্দী ইসরাইলিদের মুক্তি করাই সামরিক বাহিনীর উদ্দেশ্য হয়ে থাকে, তবে সেনা সদস্যদের মৃত্যুর বহর দীর্ঘ হচ্ছে কেন?
এদিকে, গাজা যুদ্ধের ব্যর্থতায় নেতানিয়াহু বিপদে পড়েছেন বলে জানিয়েছেন গ্লোবাল কাউন্সেলের মেনা অঞ্চলের পরিচালক আহমেদ হেলাল।
তিনি বলেন, গত ৭ অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল, তার জন্য মোটেই প্রস্তুত ছিল না ইসরাইল। তাদের এই প্রস্তুতির অভাবই নেতানিয়াহুকে বিপদে ফেলেছে। এটি তার রাজনৈতিক জীবনের জন্যও কাল হয়ে দাঁড়াতে পারে। তবে এই ব্যর্থতা তাকে ভবিষ্যতে আরো সংবেদশীল করে তুলতে পারে।
বুধবার (২৭ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ইসরাইল-হামাস চলমান যুদ্ধে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
আহমেদ হেলাল বলেন, নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রেখেছিলেন। সেজন্য তাকে ‘মিস্টার সিকিউরিটি’ উপাধিও দিয়েছিল ইসরাইলিরা। কিন্তু চলমান গাজা যুদ্ধের কারণে তার ওই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ইসরাইলিরা গাজা যুদ্ধের জন্য এখন তাকেই দায়ী করছেন।
তিনি আরো বলেন, ইসরাইলিরা এখন ভীষণ ক্ষুব্ধ। তারা দুঃখিত যে তাদের নিরাপত্তাবিধানকারী ব্যক্তিটিও এখন তাদের হতাশ করছে। তারা এখনো ইয়াহিয়া সিনওয়ারের মতো হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে পারছে না। এই বিশ্লেষক বলেন, চলমান যুদ্ধে ইসরাইল এখনো স্পষ্ট জয় লাভ করতে পারেনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
