পাকিস্তানের নির্বাচনে প্রথমবারের মতো লড়বেন হিন্দু নারী
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ২৭ ডিসেম্বর,
                                    বুধবার,২০২৩ | আপডেট:  ১২:৪৫ পিএম,  ৩ নভেম্বর,সোমবার,২০২৫
                                
                        
                    ছবি: সংগৃহীত
পাকিস্তানে সাভেরা প্রকাশ নামের একজন হিন্দু নারী দেশটির আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার পিকে-২৫ সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এর মাধ্যমে পাকিস্তানের নির্বাচনে সাধারণ আসনের জন্য প্রথমবারের মতো লড়বেন এক হিন্দু নারী। খবর ডনের
পাকিস্তান পিপলস পার্টির হয়ে নির্বাচনে অংশ নেবেন সাভেরা প্রকাশ। ৩৫ বছর বয়সী সাভেরা পেশায় একজন চিকিৎসক। তিনি বুনে জেলায় পিপিপি নারী শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেন।
সাভেরা বলেন, তিনি তার বাবা ওম প্রকাশের পদাঙ্ক অনুসরণ করতে চান। এলাকার দরিদ্রদের জন্য কাজ করতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সাভেরার বাবা ওম প্রকাশও পিপিপি সক্রিয় সদস্য।
২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে স্নাতক পাশ করেন সাভেরা। ২৩ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


                                    
                                    
                                    
                                    
                                    


