avertisements 2

আমিরাতে লটারি জিতে কোটিপতি বাংলাদেশি গাড়িচালক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:২৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে এক মিলিয়ন দিরহাম জেতা বাংলাদেশি গাড়িচালক মোহাম্মদ (৫৬)। ছবি : সংগৃহীত

আবুধাবিভিত্তিক ‘বিগ টিকিট’ লটারির সাপ্তাহিক ই-ড্রতে একজন বাংলাদেশি গাড়িচালক এক মিলিয়ন দিরহাম জিতেছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি টাকা। তিনি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ শহরে কাজ করেন। গালফ নিউজ এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশি মোহাম্মদ (৫৬) একজন ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন।
তিনি তাঁর বন্ধুদের কাছ থেকে এ লটারি সম্পর্কে জানতে পারেন। তার পর থেকে এক বছর ধরে তিনি বিগ টিকিট লটারি কিনেছেন।

মোহাম্মদ বলেছেন, “আমরা ১৯ জনের একটি দল। আমরা এক বছর ধরে প্রতি মাসে বিগ টিকিট কিনছি।
এই তৃতীয়বার আমার নামে টিকিট কেনা হয়েছে। আমরা বিশেষ অফারে চারটি টিকিট কিনেছিলাম—‘দুটি কিনলে দুটি ফ্রি’। আমি দুটি টিকিট বেছে নিয়েছিলাম এবং আমার বন্ধুরা বাকি দুটি বেছে নিয়েছিলেন। আমার টিকিট বিজয়ী নির্বাচিত হয়েছে।
আমাদের জয়ের জন্য আমি খুবই খুশি।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মোহাম্মদ বলেন, ‘আমি এখনো এ সম্পর্কে জানি না। আমি আমার পুরষ্কারটি আমার বন্ধুদের সঙ্গে ভাগ করব। আমার অংশ দিয়ে আমি আমার সন্তানদের জন্য বাংলাদেশে একটি নতুন বাড়ি কিনতে পারি।’

দ্য ন্যাশনাল নিউজ অনুসারে, বিগ টিকিট ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বছরের পর বছর ধরে অসংখ্য নতুন কোটিপতি তৈরি করেছে।
এ লটারির ড্রতে প্রতি সপ্তাহে এক মিলিয়ন দিরহাম জিতে নেওয়ার সুযোগ থাকে। এ ছাড়া মাসে একবার জ্যাকপট পুরষ্কার হিসেবে ২০ মিলিয়ন দিরহাম পর্যন্ত জেতা যায়। আগামী ২৫ ডিসেম্বর পরবর্তী সাপ্তাহিক ড্র অনুষ্ঠিত হবে। পরবর্তী মাসিক ড্র অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2