দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ হচ্ছে কুকুরের মাংস খাওয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ নভেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:০৬ পিএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়ার প্রথা অনেক দিনের। তবে ওই প্রথায় এবার নিষেধাজ্ঞা জারি হচ্ছে। চলতি বছরের শেষ থেকেই দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া বেআইনি হচ্ছে। এর মাধ্যমে কয়েক হাজার বছরের প্রথায় হঠাৎ সমাপ্তি টানা হচ্ছে। চলতি বছরের শেষ দিকেই এ-সংক্রান্ত আইন জারি হবে। তবে তিন বছরের জন্য ছাড় দিয়ে ২০২৭ সাল থেকে পুরোপুরি নিষিদ্ধ হবে কুকুরের মাংস।
দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীন পিপল পওয়ার পার্টির পক্ষ থেকে কুকুরের মাংস খাওয়ায় নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে যে প্রাণীর উপর নিষ্ঠুরতা নিয়ে নবীন প্রজন্মের সংবেদনশীলতা। তারা কুকুরের মাংস খাওয়া একেবারেই মেনে নিচ্ছে না। শুরু হয়েছে প্রতিবাদ। এছাড়াও আন্তর্জাতিক পশুপ্রেমী সংস্থাগুলোর নিরন্তর বিরোধিতা। সব মিলিয়ে এবার কয়েক হাজার বছর ধরে চলে আসা প্রথা বন্ধের নির্দেশ দিতে বাধ্য হলো ওই দেশের প্রশাসন।
পিপল পওয়ার পার্টি পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে আগামী তিন বছরের জন্য নিষেধাজ্ঞার জারি হবে। বড় সমস্যা, কুকুরের মাংসের ব্যবসার সাথে জড়িতদের বিকল্প কর্মসংস্থান। ওই বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট উন সুক উওল এবং তার স্ত্রী কিছু দিন আগেই বেশ কয়েকটি পথ কুকুরকে পোষ্য হিসেবে নিয়েছেন। সরকারের এক প্রতিনিধি জানান, কুকুরের মাংস খাওয়ার মতো ‘কুপ্রথা’ বন্ধের সময় হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
