avertisements 2

গাজার হাসপাতালে বোমা বর্ষণ করছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ নভেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০২:৫৯ পিএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

গাজা সিটির আল-শিফা হাসপাতালের সামনের গেটে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাজার হাজার রোগী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্টের প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, আশ্রয়কেন্দ্র থেকে বেসামরিক নাগরিকদের বের করে দিতে গাজার হাসপাতালগুলোকে 'ইচ্ছাকৃতভাবে টার্গেট' করা হচ্ছে। চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা এমএসএফ ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় আল-শিফা হাসপাতালে হামলা 'নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে'। হাসপাতালের কর্মীরা 'বিপর্যয়কর পরিস্থিতির' কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আমরা জরুরি ভিত্তিতে হাসপাতালগুলোর ওপর হামলা বন্ধ এবং চিকিৎসা সুবিধা, চিকিৎসা কর্মী ও রোগীদের সুরক্ষার জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি। এমএসএফ আগের নোটিশের পুনরাবৃত্তি করেছে, তারা হাসপাতালের কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছে না। তারা তাদের এবং রোগীদের সুরক্ষা সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2