৩২০ ইসরাইলি সৈন্য নিহত
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ১ নভেম্বর,
                                    বুধবার,২০২৩ | আপডেট:  ০৪:১৩ পিএম,  ৩ নভেম্বর,সোমবার,২০২৫
                                
                        
                    ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে মঙ্গলবার রাতে গাজায় অভিযানকালে তাদের ৯ সৈন্য নিহত হয়েছে। গাজা উপত্যকায় স্থল হামলা শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী সবচেয়ে বেশি সৈন্য হারানোর ঘটনা এটিই। এর ফলে ৭ অক্টোবর থেকে ইসরাইলি সৈন্য নিহত হলো অন্তত ৩২০ জন।
গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনাবাহিনী হামাসের সশস্ত্র গ্রুপ কাসসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের কাছ থেকে প্রবল প্রতিরোধের মুখে পড়ছে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তারা এ ধরনের ক্ষতির আশঙ্কা করেছিলেন এবং এটি যুদ্ধ হওয়ায় তাদেরকে মূল্য দিতেই হবে।
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার নিন্দা সৌদি আরবের সৌদি আরব বুধবার গাজার বৃহত্তম শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলার নিন্দা জানিয়েছে। এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।
ইসরাইল জানিয়েছে, ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাসের এক কমান্ডার এই হামলায় নিহত হয়েছে। এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সৌদি আরব অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি দখলদার বাহিনীর অমানবিক হামলার সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা জানায়। যার ফলে বিপুল সংখ্যক নিরীহ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে।


                                    
                                    
                                    
                                    
                                    


