ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি ইসরায়েলের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ অক্টোবর,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:০০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইসরায়েলের অর্থমন্ত্রী নির বারকাত। ছবি : সংগৃহীত
হামাস-ইসরায়েলের চলমান যুদ্ধ গড়িয়েছে ১৫তম দিনে। এরই মধ্যে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির এক মন্ত্রী এবার ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি দিয়ে বসলেন।
প্রথম থেকেই হামাস-ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ যেন অন্যত্র ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে হুঁশিয়ারি দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। এ ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে কাজ করছে আরব দেশগুলোর নেতারাও।
তবে পশ্চিমাদের হুঁশিয়ারি এবং আরব নেতাদের চেষ্টার পরও এই যুদ্ধে ইতোমধ্যে কিছুটা জড়িয়ে গেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। লেবাননভিত্তিক এই মিলিশিয়া বাহিনী গত কয়েকদিন ধরে ইসরায়েলের সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সামনের দিন গুলোতে দুই পক্ষের মধ্যে বড় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এখন।
রোববার দ্য মেইলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, ইসরায়েলের অর্থমন্ত্রী নির বারকাত সতর্ক করে দিয়েছিলেন যে, লেবাননে তাদের মদদদাতা গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করলে ইরানের আয়াতুল্লাহ ‘পৃথিবীর মুখ থেকে মুছে যাবে’।
ডেইলি মেইল বলছে, হামাসকে ‘নিশ্চিহ্ন’ করতে গাজা উপত্যকায় ইসরায়েলের একটি প্রত্যাশিত স্থল আক্রমণের আগে তার এমন উস্কানিমূলক মন্তব্য দ্রুত ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাতের ভয়ানক ভীতিকে উত্থাপন করে।
তেহরানকে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখার সরাসরি এই হুমকিতে নির বারকাত হুঁশিয়ারি দিয়েছেন যে, ‘‘ইসরাইল শুধুমাত্র হিজবুল্লাহকে নির্মূল করবে না, যদি তারা বিশ্বাস করে যে সন্ত্রাসী গোষ্ঠী একটি ‘উত্তর ফ্রন্ট’ খুলছে, তবে ‘আমরা আসলে ইরানকে লক্ষ্যবস্তু করব।’’
ইরানকে ‘সাপের মাথা’ অ্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘‘ইরানের পরিকল্পনা হলো সব ফ্রন্টে ইসরাইলকে আক্রমণ করা। আমরা যদি দেখতে পাই যে তারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করছে, আমরা কেবল সেই ফ্রন্টগুলোতে প্রতিশোধ নেব না, আমরা ‘সাপের মাথা’য় যাব, যা ইরান।’’