অবরুদ্ধ গাজার হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা : নিহত ৫০০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ অক্টোবর,
বুধবার,২০২৩ | আপডেট: ০৩:৪২ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

ফিলিস্তিনির গাজায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। চারদিকে লাশ আর লাশ। এর মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনী এবার হাসপাতালে বোমা হামলা চালিয়েছে। আর এই বর্বর বোমা হামলায় মারা গেছেন ৫০০'র বেশি মানুষ। যার মধ্যে অধিকাংশই শিশু ও নারী। এই হামলার প্রেক্ষিতে গাজার চিকিৎসাসেবা বন্ধের উপক্রম। এখন আহতরা বিনা চিৎকায় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। হাজার হাজার মানুষের আর্তনাদে আকাশ ভারি হয়ে উঠছে। একদিকে মানুষের কান্না অন্যদিকে দখলদার ইসরাইলী বাহিনীর বর্বরতা চলছে।
অবরুদ্ধ গাজার একটি হাসপাতালে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। কয়েকশত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-আহলি নামক ওই হাসপাতালে হাজারো মানুষ চিকিৎসা ও নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিল। এছাড়া জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালিয়েছে ইসরাইল, যেটি উদ্বাস্তুদের জন্য আবাসন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
হাসপাতালে এ হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। সংস্থাটি বেসামরিক লোকদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে।
বর্বরোচিত এ হামলার নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক, মিসরও।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ বিষয়ে নিন্দা জানিয়েছে।
এদিকে, মারওয়ান বিশারা নামে একজন সিনিয়র রাজনৈতিক বিশেষজ্ঞ আলজাজিরাকে বলেছেন, গাজায় যা ঘটছে তা প্রকৃতই ও লক্ষ্যস্থাপন করা গণহত্যা।
এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের বর্বরোচিত এ হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
সূত্র : আলজাজিরা
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
