চীন সফরে পুতিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৪:৩৮ এএম, ১৪ অক্টোবর,মঙ্গলবার,২০২৫

চীন সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে তিনি বেইজিংয়ে পৌঁছান। সফরকালে পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
চীনা প্রেসিডেন্টের যুগান্তকারী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে বেইজিংয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে চীন। আজ থেকে শুরু দুই দিনের এই সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আমন্ত্রিত অতিথি পুতিন।
চীন আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৩০ দেশের প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে অংশ নেওয়ার সুবাদে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করবেন পুতিন ও শি জিনপিং।
এমন একসময়ে এই সম্মেলন হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। অন্যদিকে ইউরোপে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। সম্মেলনে এ দুই যুদ্ধের ছায়া পড়বে বলে ধারণা করা হচ্ছে।