avertisements 2

আল্টিমেটাম শেষে গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ অক্টোবর,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:০৮ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইতোমধ্যে গাজা উপত্যকায় প্রবেশ করেছে ইসরায়েলি সেনাদের পদাতিক বাহিনী ও ট্যাংক। খবর বিবিসির।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ফিলিস্তিনি রকেট ক্রুদের ওপর হামলা চালাতে এবং হামাসের হাতে জিম্মিদের অবস্থানের তথ্য জানতে ইসরায়েলি সেনারা ট্যাঙ্কের সাহায্যে অভিযান চালিয়েছে।

জানা গেছে, গাজার ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের খোঁজে এই তল্লাশি চলছে। এর পাশাপাশি হামাসের অস্ত্রাগারের খোঁজেও চালানো হচ্ছে অভিযান। মুলত হামাসের টানেলকে টার্গেট করা হয়েছে এই অভিযানে।

গাজায় সীমান্তের বিভিন্ন স্থানে ক্যাম্প তৈরি করেছে ইসরায়েলি বাহিনী। সিলগালা করে দেয়া হয়েছে সীমান্ত। হামাস নির্মূলে গাজায় টানা এক সপ্তাহ বোমাবর্ষণের পর এই স্থল অভিযানের ঘোষণা দেয় ইসরায়েল। তেল আবিব বলছে, অনির্দিষ্টকালের জন্য গাজায় চলবে স্থল অভিযান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে ঠিক কি পরিমাণ বাসিন্দাকে রাস্তায় ছুটতে দেখা গেছে তা বলা সম্ভব নয়। তবে বাড়ি-ঘর ছেড়ে যেতে অস্বীকৃতিও জানিয়েছেন অনেকে। তবে শরিরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাস।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2