avertisements 2

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ অক্টোবর, বুধবার,২০২৩ | আপডেট: ১২:৩২ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

একের পর এক ভূমিকম্পে কাঁপছে আফগানিস্তান। গত শনিবার (৭ অক্টোবর) দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় আড়াই হাজার লোকে মৃত্যু হয়। এর রেশ কাটতে না কাটতে আবারও আজ বুধবার (১১ অক্টোবর) ভোর ৬টা ৪১ মিনিটে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৩  বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছি ১০ কিলোমিটার।

তালেবান জানিয়েছে, শনিবারের ভূমিকম্পে হেরাতের ২০টি গ্রামে ১৯৮৩টি বাড়ি ভেঙে পড়েছে। ভূমিকম্পের পর ৩৫টি জাতীয় ও বিদেশি প্রতিনিধি দল ধ্বংসাবশেষ এলাকায় তল্লাশি চালাচ্ছে।

এছাড়া মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে অনেকে। ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা ত্রাণ পাঠাতে শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ হেরাতের হাসপাতালে পাঠাচ্ছে হু।  

বিষয়:

আরও পড়ুন

avertisements 2