avertisements 2

সীমান্তে ৩ লাখ সৈন্য, গাজায় ঢুকবে ইসরাইলি সেনাবাহিনী?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ অক্টোবর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:০৮ পিএম, ৩০ জুন,সোমবার,২০২৫

Text

ইসরাইল গাজা সীমান্তে তিন লাখ সৈন্য সমবেত করেছে। শনিবার ইসরাইলের ভেতরে গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্যরা প্রবেশ করার পর তারা কয়েক দশকের মধ্যে বৃহত্তম সৈন্য সমাবেশ ঘটিয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠেছে, ইসরাইল কি গাজা উপত্যকায় প্রবেশের পরিকল্পনা করছে? ইসরাইল অবশ্য শনিবার থেকেই গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী তিন লাখ রিজাভিস্টকে তলব করেছে। সম্ভাব্য হামলার ব্যাপারে সরকারি কোনো ভাষ্য না পাওয়া গেলেও অনেক নেটিজেন অনুমান করছেন যে ইসরাইলি সামরিক বাহিনী সত্যিই গাজায় প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ইয়োম কিপ্পুর যুদ্ধের পর এটাই ইসরাইলের বৃহত্তম সৈন্য সমাবেশ। ওই সময় চার লাখ রিজার্ভিস্টকে সমবেত করেছিল ইসরাইল।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ এর মুখপাত্র রিচার্ড হেখট বলেছেন, সামরিক বাহিনী 'ভবিষ্যত অভিযানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করছে' এবং গাজা সীমান্তে ৩৫টি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। একটি ব্যাটালিয়ন সাধারণত শত শত সৈন্য নিয়ে গঠিত হয়।

ইসরাইলি সৈন্য সমাবেত করার প্রেক্ষাপটে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 'ইসরাইল এই যুদ্ধ শুরু না করলেও তারা এটা শেষ করবে।' তার এই বক্তব্যে গাজায় স্থলবাহিনী প্রবেশের ইঙ্গিত দেখছেন অনেকে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2