আরো অস্ত্রের যোগান পেল হামাস : ৬০০ ইসরাইলি নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ অক্টোবর,সোমবার,২০২৩ | আপডেট: ০২:১৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ইসরাইলের ভেতরে ঢুকে হামলা চালানো গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা নতুন করে অস্ত্রের সরবরাহ পেয়েছে। তারা দক্ষিণ ইসরাইলের আরো নতুন স্থানে পৌঁছে গেছে। হামাসের এ হামলায় এখন পর্যন্ত ৬০০ ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নিহত ৪৪ জন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।
ইসরাইল-গাজা বেড়া থেকে প্রায় ১০ কিলোমিটার ভিতরে দক্ষিণ ইসরাইল থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, দক্ষিণ ইসরাইলের অনেক শহর ও গ্রাম থেকে সেখানে অবস্থান নেয়া হামাস যোদ্ধাদের এখনো প্রতিহত করতে পারছে না ইসরাইলি বাহিনী।
তিনি জানান, আমরা জানতে পেরেছি যে, হামাস যোদ্ধারা নতুন করে যুদ্ধাস্ত্রের সরবরাহ পেয়েছে। তারা নতুন স্থান কিবুৎজ মাগেনেও পৌঁছে গেছে। তিনি আরো জানান, আমরা ৬০০ ইসরাইলি নিহতের তথ্য পেয়েছি। পরিস্থিতি ইসরাইলিদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে।
এদিকে, ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে, সেখানে ঢুকে যাওয়া ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে ইসরাইলি সেনাবাহিনী ট্যাংকসহ যুদ্ধ করছে। এর আগে শনিবার হঠাৎ করেই বেড়া ভেঙ্গে ইসরাইলে ঢুকে পড়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা।