ইসরায়েলে ৫ হাজার রকেট হামলা করেছে হামাস: যুদ্ধের আবহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ১২:৪৫ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (০৭ অক্টোবর) এই হামলায় ইসরায়েলে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি সাংবাদিক ও চিকিৎসক।
হামাস দাবি করে বলেছে, তারা পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছে। তারা আরও বলেছে, ইসরায়েলের অপরাধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ ঘোষণা করেছি। আমরা প্রথম ২০ মিনিট গুলি করেছি। তারপর পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছি।
সাইরেন বাজিয়ে সতর্ক করে জনসাধারণকে বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক বাহিনী যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড ব্যাপক রকেট হামলা হয়েছে। সন্ত্রাসীরা বিভিন্ন পথে ইসরায়েলি ভূখণ্ডের অনুপ্রবেশ করেছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শীঘ্রই নিরাপত্তা প্রধানদের একটি বৈঠক ডাকবেন। হামাসকে তার কর্মের জন্য মূল্য দিতে হবে।