avertisements 2

টক শোতে পাকিস্তানি দুই নেতার মারামারি, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ সেপ্টেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ১১:১৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

পিটিআই নেতা শের আফজাল খান মারওয়াত এবং পাকিস্তান মুসলিম লিগের সিনেটর আফনান উল্লাহ খানের মধ্যে টক শোতে মারামারি

পাকিস্তানের জিও টিভিতে সম্প্রচারিত একটি টক শোতে দুই দলের দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল, চরমে পৌঁছেছিল বাগবিতণ্ডা। এর মধ্যেই হঠাৎ করে তাদের দুজনের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও ইমরান খানের আইনজীবী শের আফজাল খান মারওয়াত ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) দলীয় সিনেটর আফনান উল্লাহ খানের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা উঠেছে।

উত্তপ্ত যুক্তিতর্কে একে অপরকে লক্ষ্য করে একের পর এক আপত্তিকর মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে আইনজীবী মারওয়াত উঠে গিয়ে সিনেটরকে মারধর করেন। একে কেন্দ্র করে সরাসরি সম্প্রচার চলাকালীনই একজন অন্যজনকে কিল-ঘুঁষি মারেন। পরিস্থিতি দেখে টক শোর উপস্থাপক দুজনকে থামানোর চেষ্টা করেন। পরবর্তীতে ওই দুই রাজনৈতিক দুই দিকে সরে যান।

এক টুইটে সিনেটর আফনান লেখেন, মারওয়াত প্রথমে তাকে আক্রমণ করেছেন। আমি সহিংসতায় বিশ্বাস করি না। তবে এটাও ঠিক যে আমি নওয়াজ শরিফের সেনা।

সিনেটর বলেন, মারওয়াতকে আমি যে মার দিয়েছি, তা সব পিটিআই নেতাকর্মীর জন্য বিশেষ একটি শিক্ষা। তারা কারও কাছে মুখ দেখাতে পারবে না। তাদের রাস্তায় বের হতে হলে রোদচশমা পরে বেরোতে হবে।

আবার অন্য একটি টুইটে মারওয়াত দাবি করেন, অপ্রীতিকর এই ঘটনাকে পুঁজি করে টক শোর উপস্থাপক ভুয়া তথ্য ছড়াচ্ছেন।

মারওয়াত আরও দাবি করেন, তিনি গুজব ছড়াচ্ছেন, আমার প্রতিপক্ষ নাকি অতিমানব। তিনি বাস্তবতাটা তুলে ধরছেন না। প্রকৃত সত্য হচ্ছে, আফনান উল্লাহ স্টুডিও থেকে দৌঁড়ে পালিয়ে গেছেন এবং পাশের একটি কক্ষে তিনি আশ্রয় নেন। আমি পরে তার অনুষ্ঠান দেখার পর বিষয়টি জানতে পারি।

পাকিস্তানে টক শোতে এমন হাতাহাতি-মারামারির ঘটনা এটাই প্রথম নয়; আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল।

২০২১ সালে এক টেলিভিশন টক শোতে সাবেক পিপিপি পার্লামেন্ট সদস্য আবদুল কাদির ও তৎকালীন পিটিআই নেতা ফেরদাউস আশিক আয়ানের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। আয়ান পরে ইশতিহকাম-পাকিস্তান পার্টিতে (আইপিপি) যোগ দেন।

ওই ভিডিও পরে ভাইরাল হয়ে যায়, যাতে দেখা যায়, দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে। টক শোতে কাদির পিটিআই নেতার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন। সূত্র: এনডিটিভি

বিষয়:

আরও পড়ুন

avertisements 2