avertisements 2

যুবতী অন্তঃসত্ত্বা হওয়ায় মা-ভাই মিলে পুড়িয়ে মারার চেষ্টা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:০৬ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

Text

ভারতের উত্তর প্রদেশে অবিবাহিত এক যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তার পরিবার পড়ে বিব্রতকর অবস্থায়। সমাজের অপমান আর গঞ্জনার ভয়ে ওই যুবতীকে তার ভাই ও মা বনের ভেতর নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মেরে ফেলার চেষ্টা করেন। তখন ওই বনের মধ্যে কাজ করছিলেন কিছু কৃষক। তারা ঘটনা টের পেয়ে অগ্নিদগ্ধ যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

সেখান থেকে চিকিৎসকরা তাকে মিরাটে একটি সরকারি হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। এ ঘটনায় যুবতীর ভাই ও মাকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলেছে উদ্ধার করা যুবতীর অবস্থা আশঙ্কাজনক।

এনডিটিভি জানায়, ওই যুবতীর পরিবার যখন জানতে পারে তিনি অন্তঃসত্ত্বা, তখন তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ, তার বিয়ে হয়নি। তার গর্ভস্থ সন্তানের পিতা কে এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। এ কারণে ওই যুবতীর ওপর ক্ষুব্ধ হয়ে এ কাজ করেন তার ভাই ও মা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2