এবার নিঃশর্ত ক্ষমা চাইলেন ট্রুডো
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:৫৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
হিটলারের কুখ্যাত নাৎসি নেতাকে সম্মান প্রদর্শনকে কেন্দ্র করে সমালোচনার ঝড়। সেই ইস্যুতে ফের একবার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ঘটনায় ইতিমধ্যেই পদত্যাগ করেছেন সেখানকার স্পিকার অ্যান্টনি রোটা।
গতকাল বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ ভাষণ দেন ট্রুডো। সেখানে তিনি বলেন, “গত শুক্রবার প্রেসিডেন্ট জেলেনস্কি ও তাঁর সঙ্গে থাকা ইউক্রেনের প্রতিনিধি দলকে সম্মান জানানো হয়। কিন্তু আমাদের অজান্তেই সেখানে একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছে। ইউক্রেনের প্রতিনিধি দলে থাকা একজন ব্যক্তিকে পরে চেনা গিয়েছে। যিনি নাৎসি শাসনের নির্মমতার সাক্ষ্য বহণ করছেন। তাই এই সভার সকলের পক্ষ থেকে সেই ঘটনার নিঃশর্ত ক্ষমা চাইছি।”
উল্লেখ্য, গত সপ্তাহে কানাডা সফরে এসে প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কানাডার পার্লামেন্টে ভাষণও দেন তিনি। সেখানে প্রতিনিধি দলের এক সদস্যকে দেশপ্রেমিক বলে উল্লেখ করেন জেলেনস্কি। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে কানাডার আইনসভার সমস্ত সদস্য হাততালি দিয়ে সম্মান জানান তাঁকে।
কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে থাকা ওই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আসে। যার জেরে দানা বেঁধে ওঠে বিতর্ক। জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে থাকা বছর ৯৮-র ওই ব্যক্তির নাম ইয়ারোস্লাভ হাঙ্কা। হিটলারের কুখ্যাত নাৎসি বাহিনীর ঝঝ গ্রুপে ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ওয়েফেন গ্রেনেডিয়ারে মোতায়েন ছিলেন হাঙ্কা।
এহেন বর্ষীয়ান নাৎসি নেতাকে কেন পার্লামেন্টে সম্মান দেওয়া হল? এই প্রশ্নে গত সপ্তাহ থেকেই সরগরম হয়ে ওঠে কানাডার রাজনীতি। বিরোধী দলের নেতা-নেত্রীরা এই ইস্যুতে জাস্টিন ট্রুডোকে নিশানা করতে শুরু করেন। চাপের মুখে পড়ে দু'দিন আগেই ক্ষমা চান তিনি। এবার পার্লামেন্টে দাঁড়িয়ে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি।
অন্যদিকে এই ইস্যুতে কানাডার উপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। বর্ষীয়ান নাৎসি নেতাকে সম্মান জানানোর কড়া সমালোচনা করেছে রাশিয়া ও ইজরায়েল। ইউক্রেন নব্য নাৎসিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বলে বিবৃতি দেয় মস্কো।