avertisements 2

টাকা না পেয়ে ট্রেনে সাপ ছেড়ে দিলেন সাপুড়েরা, হুলস্থুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৪:২৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

চলন্ত ট্রেনের কামরায় সাপ ছেড়ে দেয়ার ঘটনা ঘটেছে। ভারতের উত্তরপ্রদেশের একটি স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন একদল সাপুড়ে। ট্রেনের কামরায় যাত্রীদের সাপের খেলা দেখান। কিন্তু খেলা দেখানোর বিনিময়ে তাদের চাহিদামাফিক টাকা দেয়নি যাত্রীরা। এই ক্ষোভ থেকে যাত্রীদের ‘শিক্ষা’ দিতে ট্রেনে সাপ ছেড়ে দিলেন সাপুড়েরা।  আর তাতেই  হুলস্থুল কাণ্ড।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, হাওড়া থেকে গোয়ালিয়রগামী চম্বল এক্সপ্রেসের ঘটনা এটি। বান্দা স্টেশন থেকে ট্রেনে সাপের খেলা দেখাতে উঠেছিলেন চারজন সাপুড়ে। ঝুলি থেকে সাপ বের করে খেলা দেখান। এরপর যাত্রীদের কাছ থেকে বকশিসও সংগ্রহ করেন। কিন্তু অনেকেই সাপের খেলা দেখে সন্তুষ্ট হননি।  টাকা নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে তাদের কথা কাটাকাটিও হয়। বেজায় চটে যায় সাপুড়েরা।

তাদের ধারণা ছিল, সাপ ছেড়ে দিয়ে ভয় দেখালে যাত্রীরা বেশি টাকা দেবেন। বেশ কয়েকটি সাপ কামরায় ছেড়ে দেয়া হয়েছিল বলে অভিযোগ। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ বাঙ্কে উঠতে শুরু করেন। কেউ আবার শৌচাগারে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। অভিযোগ যায় রেল কর্তৃপক্ষের কাছে। পরের স্টেশনেই নেমে যান চার অভিযুক্ত। সাপগুলো অবশ্য কাউকে ছোবল মারেনি। তবে কামরায় ঘুরে বেড়াচ্ছিল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2