avertisements 2

জি-২০ সম্মেলনে ভিডিও ভাষণও দেবেন না পুতিন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৩:০৪ এএম, ১৯ মে,রবিবার,২০২৪

Text

ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত না থাকার কথা আগেই জানিয়েছিলেন। এখন জানানো হলো, এই সম্মেলনে তার ভিডিও ভাষণ দেয়ারও পরিকল্পনা নেই।বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র ও তার কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে পুতিন পৃথক ভিডিও ভাষণ দেবেন কিনা। জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ‘না, কোনো পরিকল্পনা নেই।’

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শীর্ষ সম্মেলনে যাবতীয় কাজ তার নেতৃত্বেই হবে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র। গত মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলন হয়। এই সম্মেলনেও যোগ দেননি পুতিন। সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।

তবে ব্রিকস শীর্ষ সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দিয়েছিলেন পুতিন। তিনি তার ভাষণে ইউক্রেন সঙ্ঘাতের জন্য পশ্চিমাদের দায়ী করেন। নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংও অংশ নেবেন না।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2