avertisements 2

লাদাখে গাড়ি ছিটকে পড়ে ৯ ভারতীয় সেনার মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ আগস্ট,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:২৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি সড়ক থেকে নদীতে গাড়ি ছিটকে পড়ে মৃত্যু হয়েছে ৯ সেনা সদস্যের। শনিবার বিকালে ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, একজন জুনিয়র কমিশনড অফিসার ও ৯ জওয়ানসহ ১০ জন ছিলেন ওই গাড়িটিতে। তাদের বহরে ছিল মোট ৫টি যান। কারু গ্যারিসন থেকে লেহর দিকে যাচ্ছিল বহরটি। লেহ থেকে দেড়শ কিলোমিটার দূরে কিয়ারিতে ঘটে এ দুর্ঘটনা।

জানা গেছে, শনিবার স্থানীয় সময় বিকাল পৌনে ৫টার দিকে চাকা পিছলে খাদ বেয়ে নদীতে পড়ে যায় ট্রাকটি। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে স্থানীয় পুলিশ। দশ সেনাকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয় আটজনকে। পরে মৃত্যু হয় আরও একজনের। আহত সেনা সদস্যের অবস্থা বেশ আশঙ্কাজনক।  এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি সমবেদনা জানিয়েছেন হতাহত সেনা সদস্যদের পরিবারের প্রতি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2