আইফোন-১৪ কিনতে সন্তান বিক্রি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুলাই,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৪:১৪ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
প্রতীকী ছবি
আইফোন ১৪ কেনার জন্য এক দম্পতি তার শিশুকে বিক্রি করে দিয়েছেন। আসলে ইনস্টাগ্রাম রিলস তৈরির নেশা পেয়ে বসেছিল তাদের। সে কারণেই তারা আইফোন ১৪ কিনতে চেয়েছিলেন। কিন্তু সেটাও আবার আট মাসের সন্তান বিক্রি করে। উদ্বেগজনক এই ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার। পানিহাটির গঙ্গানগর এলাকার বাসিন্দা ওই দম্পতি। তারাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ।
ওই মায়ের নাম সাথী ঘোষ। পুলিশ তাকে এরই মধ্যে আটক করেছে। অভিযুক্ত বাবা জয়দেব ঘোষকে খুঁজছে পুলিশ। কিন্তু ঘটনার ব্যাপারে জানাজানি হলো কীভাবে?
আসলে কিছুদিন ধরেই ওই দম্পতির শিশু সন্তানকে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। কিন্তু ওই দম্পতি একেবারে ভাবলেশহীন। এদিকে আইফোন ১৪ নিয়ে ঘুরছেন দম্পতি। সেই ফোনের দাম লাখ খানেক টাকা। কিন্তু ওই দম্পতি এত টাকা পেলেন কোথা থেকে?
এরপরই চেপে ধরেন প্রতিবেশীরা। তখনই আসল কথাটা বলে ফেলেন ওই নারী। তিনি স্বীকার করে নেন আইফোন কেনার জন্য সন্তানকে বিক্রি করে দিয়েছি। এরপরই পুলিশের কাছে খবর যায়। পুলিশ গিয়ে মাকে আটক করে। তবে ওই শিশুর বাবা পলাতক।
আসলে তাদের ইচ্ছা ছিল বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে ইনস্টাগ্রাম রিলস বানাবেন। কিন্তু তার জন্য ভালো ফোন দরকার। আর সেজন্য নিজের সন্তানকে বিক্রি করে দিতেও হাত কাঁপলো না দম্পতির। অভিযোগ এমনটাই।
এদিকে যে মা ওই সন্তানকে কিনেছেন তার বিরুদ্ধে এবার মামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। কারণ সন্তানকে এভাবে কেনা আইনবিরোধী। মানুষ এভাবে কেনা বেচা করা যায় না।
তবে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গকে। এখন অনেকেই মোবাইলে সর্ট ভিডিও বানান। এমনকী পরিস্থিতি এমন দাঁড়ায় যে রিলস বানানোর নেশায় তারা বাকি অনেক কিছুই ভুলে যান। কার্যত বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেন তারা।
একেবারে ব্যক্তিগত জীবনকে তারা হাজির করে ফেলেন মোবাইলের সামনে। গোটা জীবনটাই অনলাইন হয়ে যায়। তাই বলে নিজের দুধের শিশুকেও বিক্রি করে দিতে হবে। এটাকে ভয়াবহ প্রবণতা বলে মনে করা হচ্ছে।