সরকার লুকিয়ে রেখেছে ভিনগ্রহীদের দেহ! মার্কিন কংগ্রেসে দাবি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুলাই,শুক্রবার,২০২৩ | আপডেট: ০২:১১ পিএম, ১১ জানুয়ারী,রবিবার,২০২৬
এই ব্রহ্মাণ্ডে পৃথিবীর বাইরে অন্য গ্রহেও রয়েছে প্রাণের অস্তিত্ব। আর তার প্রমাণ রয়েছে এই নীল গ্রহেই। আমেরিকায় লুকিয়ে রাখা আছে ভিনগ্রহীদের যান (ইউএফও), এমনকী এলিয়েনের দেহও! এই খবর কেবল আমজনতার থেকেই গোপন রাখা হয়েছে তা নয়। মার্কিন কংগ্রেসের তা অজানা! না, কোনও হলিউড ছবির গল্প নয়, এমনটা সত্যি দাবি করেছেন এক প্রাক্তন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা! স্বাভাবিক ভাবেই এমন দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
মার্কিন বিমানবাহিনীর সাকেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড গ্রাস ওয়াশিংটনের হাউস ওভারসাইট কমিটির সামনে এই বক্তব্য রেখেছেন। আর তখনই তিনি দাবি করেছেন, মার্কিন প্রশাসন এলিয়েন ও ইউএফও সংক্রান্ত এই সব তথ্য গোপন রেখেছে। পেন্টাগন অবশ্য তার দাবিকে নস্যাৎ করে দিয়েছে।
গ্রাসের দাবি, এই সংক্রান্ত নথিতে ‘ইউএফও’ শব্দবন্ধকে সরিয়ে ‘ইউএপি’ তথা ‘আনআইডেন্টিফায়েড অ্যানামোসাল ফেনোমেনন’ করা হয়েছে। বিষয়টি এতই গোপনীয় যে আমজনতা থেকে মার্কিন কংগ্রেস, সর্বত্রই তা বজায় রাখা হয়েছে। তিনি ‘ব্যক্তিগত আলাপচারিতা’র মাধ্যমে ওই ‘অ-মানুষিক’ যান তথা ইউএফও সম্পর্কে জানতে পেরেছেন।
গত শতকের তিনের দশক থেকেই ভিনগ্রহীদের পৃথিবীতে যাতায়াতের বিষয়টি আমেরিকার নজরে রয়েছে বলেও দাবি তার। তার এমনও দাবি, আমেরিকার সরকার এমন দেহও লুকিয়ে রেখেছ, যা পৃথিবীর কোনও প্রাণীর নয়। রিপাবলিকানদের নেতৃত্বে তৈরি এক কমিটি তার এই সব দাবির প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প
মার্কিন চাপে ‘বিপুল সংখ্যক’ রাজনৈতিক বন্দি মুক্তি শুরু করলো ভেনেজুয়েলা





