avertisements 2

ডেনমার্কে কোরআন পোড়ানো অব্যাহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুলাই,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৪:২৯ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ডেনমার্কে পবিত্র কোরআইনের ওপর আক্রমণ অব্যাহত রয়েছে। সোমবার ইসলামবিরোধী এবং উগ্র জাতীয়তাবাদের জন্য পরিচিত প্রান্তিক একটি দল ড্যানিশ প্যাট্রিয়টস দুই কপি কোরআনে অগ্নিসংযোগ করেছে।

ঘটনা দুটি ঘটানো হয় যথাক্রমে কোপেনহেগেনের ইরানি দূতাবাস ও ইরাকি দূতাবাসের সামনে। পোড়ানোর সময় দলটির সদস্যরা ইসলামকে অপমান করে স্লোগান দেয়, ইরানি পতাকা ও কোরআনকে পদদলিত করে, তারপর আগুন ধরিয়ে দেয়।

তারা তাদের সামাজিক মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে সেগুলোর লাইফ-স্ট্রিম করে। ড্যানিশ প্যাট্রিয়াটস দাবি করে তাদের গ্রুপ এবং সমর্থকদের গ্রেফতার ও শাস্তি নিয়ে ইরানি ঘোষণার প্রতিবাদে তারা এ কাজ করেছে।

গ্রুপটির সদস্যরা এরপর ইরাকি দূতাবাসের সামন এসে আবারো ইরাকি পতাকা ও কোরআনে অগ্নিসংযোগ করে। এখানেও ইসলামকে অবমাননা করে তারা বক্তৃতা করে।

সাংবাদিকরা ঘটনাগুলোর ওপর নজর রাখে এবং পুলিশ তাদেরকে কড়া নিরাপত্তা প্রদান করে। যে গ্রুপটি শনিবার কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে কোরআন পুড়িয়ে দিয়েছিল, তারা কোপেন হেগেনে এর আগে তুর্কি পতাকা ও কোরআনে অগ্নিসংযোগ করেছিল। ডেনমার্ক শনিবার কোরআন পোড়ানোর নিন্দা করেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2