avertisements 2

কাঁচা মাছ-বৃষ্টির পানি খেয়ে সাগরে দুই মাস, অবশেষে উদ্ধার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুলাই,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০২:০৪ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

সাগর থেকে উদ্ধার করা হয় অস্ট্রেলিয়ার নাবিক টিম শ্যাডক ও তার কুকুরকে। ছবি: নাইননিউজ

সিডনির বাসিন্দা ৫১ বছর বয়সী টিম শ্যাডক। দুই মাস ভেসেছেন বিশাল ও ঝুঁকিপূর্ণ উত্তর প্রশান্ত মহাসাগরে। এ সময়টা কাঁচা মাছ খাওয়ার পাশাপাশি বৃষ্টির পানি পান করে প্রাণ রক্ষা করেছেন অস্ট্রেলিয়ার এ নাবিক।

দুই মাস ভেসে থাকার পর শ্যাডকের সন্ধান মেলে মেক্সিকো উপকূলের কাছে। উদ্ধারের পর বর্তমানে তিনি স্থিতিশীল ও খুব ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, পোষা কুকুর বেলাকে নিয়ে চলতি বছরের এপ্রিলে মেক্সিকো থেকে ফ্রেঞ্চ পলিনেশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন শ্যাডক। কয়েক সপ্তাহ পর ঝড়ে তাদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়।

হেলিকপ্টার থেকে শ্যাডক ও বেলার অবস্থান শনাক্তের পর চলতি সপ্তাহে ট্রলারে করে তাদের উদ্ধার করা হয়।

টুনা মাছ ধরার ওই ট্রলারে উদ্ধারকারীদের সঙ্গে যাওয়া চিকিৎসক অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম নাইননিউজকে জানান, নাবিকের শরীরের তাপমাত্রা, হৃৎস্পন্দন, শ্বাস-প্রশ্বাসের হার ও রক্তচাপ স্বাভাবিক আছে।

বিবিসি জানায়, শ্যাডক তার ৬ হাজার কিলোমিটারের বেশি দূরত্বের নৌপথ যাত্রাটি শুরু করেন মেক্সিকোর লা পাজ শহর থেকে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে তার নৌযানটি বিকল হয়ে পড়লে কুকুরসহ সাগরে আটকা পড়েন তিনি।

বিশাল ও ঝুঁকিপূর্ণ উত্তর প্রশান্ত মহাসাগরে দুই মাস ভেসে থাকার পর শ্যাডকের সন্ধান মেলে মেক্সিকো উপকূলের কাছে। তাকে অনেক বেশি কৃশকায় ও বড় দাড়ি গজানো অবস্থায় পাওয়া যায়।

শ্যাডক নাইননিউজকে বলেন, ‘সাগরে খুবই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছি।’

তিনি বলেন, ‘সাগরে একাকী দীর্ঘদিন পার করায় আমার বিশ্রাম ও ভালো খাবার দরকার। এর বাইরে আমার স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2