স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ০৩:৪৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সেনেগাল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের তিনটি নৌকা নিখোঁজ হয়েছে। এতে রয়েছে অন্তত ৩০০ অভিবাসনপ্রত্যাশী। নিখোঁজদের সন্ধানে সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে স্পেন। এ তথ্য জানিয়েছে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা পর্যবেক্ষণকারী সংস্থা ওয়াকিং বর্ডারস।
সংস্থাটির কর্মকর্তা হেলেনা মালেনো জানান, ১৫ দিন আগে ২টি নৌকা সেনেগাল থেকে রওনা হওয়ার পর সাগরে নিখোঁজ হয়ে যায়। এর মধ্যে একটি নৌকায় ৬৫ জন এবং অপরটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। এছাড়া গত ২৭ জুন তৃতীয় আরেকটি নৌকা প্রায় ২০০ যাত্রী নিয়ে সেনেগাল থেকে যাত্রা শুরুর পর নিখোঁজ হয়।
তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণের কাফুন্টাইন থেকে যাত্রা শুরু করেছিল বলেও জানান হেলেনা। যা ক্যানারির টেনেরিফ দ্বীপ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। মালেনো জানান, নৌকায় করে স্পেনের উদ্দেশ্য রওনা দেওয়ার পর থেকে আরোহীদের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি তাদের পরিবারের সদস্যরা।