চীনে ভারি বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জুলাই,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৫:৩০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চীনে ভারী বৃষ্টি-বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও চার ব্যক্তি নিখোঁজ রয়েছেন। দেশটিতে সোমবার থেকে তীব্র বৃষ্টি হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় এসব মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে।’
প্রবল বৃষ্টিপাতের কারণে সেখানে বন্যা ও ভূমিধস হয়েছে, সম্পত্তির ক্ষতি হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে উত্তপ্ত তাপমাত্রা বিরাজ করছিল। এরপর চীনের কিছু অংশে বৃষ্টি হয়েছে।
সম্প্রতি, দেশটিতে জলবায়ু পরিবর্তনের কারণে অস্বাভাবিক তাপ এবং চরম আবহাওয়ার ঘটনা দেখা যাচ্ছে।
দুর্গত এলাকায় মানুষের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষার বিষয়টি নিশ্চিত করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃষ্টি ও বন্যার ক্ষতির প্রভাব প্রশমিত করার জন্য চীনা প্রেসিডেন্ট দেশটির বিভিন্ন বিভাগের মধ্যে "সমন্বয়, পরামর্শ ও গবেষণা জোরদার করার" জন্য বলেছিলেন। এছাড়া তিনি প্রাথমিক সতর্কতা ও পূর্বাভাসের বিষয়ে আরও উন্নতির আহ্বান জানিয়েছিলেন।
চায়না ডেইলি জানিয়েছে, চীনের হুনান প্রদেশের প্রায় ৯৫ হাজার মানুষ ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ১৪ হাজার জনকে উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।