সিডনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ১০:০২ এএম, ১১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৫
![Text](/assets/images/Australia_1736414537.jpg)
সিডনির লাকেম্বা কলেজ টাউন হলে সাবেক ছাত্রলীগ অস্ট্রেলিয়ার আয়োজনে ৫ই জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনটিকে নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ এবং সঞ্চালনা করেন অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মইদুজ্জামান সুজন।
সভায় বক্তারা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ভূমিকা এবং ছাত্রলীগের অবদান নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, "শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বাধীনতার সঠিক চেতনা এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য।"
বিশিষ্ট শিক্ষাবিদ ড. কাইউম পারভেজ, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিমা রহমান এবং অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আল নোমান শামীমসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তারা বলেন, "শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে সাফল্যের গল্প লিখছে, তার পেছনে ছাত্রলীগের ঐতিহাসিক অবদান রয়েছে।" তাঁরা প্রবাসে বসবাসকারী তরুণ প্রজন্মকে শেখ হাসিনার উন্নয়ন দর্শন এবং ছাত্রলীগের আদর্শ ধারণ করার আহ্বান জানান।
আলোচকরা আরও উল্লেখ করেন, "ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু সংগঠনটির নয়, এটি গণতন্ত্র এবং স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র।" তাঁরা ছাত্রলীগের ঐতিহ্য এবং গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
![সুপ্রভাত সিডনির সংবাদ সম্মেলনে সাংবাদিক হয়রানির তীব্র নিন্দা](/assets/images/Australia_1735787706.jpg)
সুপ্রভাত সিডনির সংবাদ সম্মেলনে সাংবাদিক হয়রানির তীব্র নিন্দা
![অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের মহান বিজয় দিবস পালিত](/assets/images/Australia_1733796856.jpg)
অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের মহান বিজয় দিবস পালিত
![জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বাংলাদেশের সাংবিধানিক সংকট: ১৯৭২ সালের সংবিধানের ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত](/assets/images/Australia_1731327358.jpg)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বাংলাদেশের সাংবিধানিক সংকট: ১৯৭২ সালের সংবিধানের ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
![অস্ট্রেলিয়া যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষীকী পালন](/assets/images/Australia_1730465975.jpg)
অস্ট্রেলিয়া যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষীকী পালন
![সিডনিতে ‘Stand for Bangladesh’ শীর্ষক তহবিল সংগ্রহ অনুষ্ঠান](/assets/images/WhatsApp Image 2024-10-28 at 11.21.12 PM_1730208522.jpeg)