সুপ্রভাত সিডনির সংবাদ সম্মেলনে সাংবাদিক হয়রানির তীব্র নিন্দা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০৫:১৫ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
সিডনির রকডেলে গত ২৯ ডিসেম্বর সুপ্রভাত সিডনির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে পত্রিকার প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীম তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়েরকৃত মামলার কারণে গ্রেফতার এবং হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন।
আবদুল্লাহ ইউসুফ শামীম জানান, ইমিগ্রেশন কাউন্টারে তাকে আটকে রেখে সিআইডি অফিসাররা ‘আসামী’ আখ্যা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি তারা উল্লেখ করেন, মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে, সুতরাং তার জন্যও বড় শাস্তির ব্যবস্থা করা তাদের জন্য সহজ। এ ধরনের আচরণে তিনি নিজেকে গুম হওয়ার আশঙ্কায় ছিলেন।
এ সময় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ড. কনক সরওয়ার তাকে ইউটিউব লাইভে নিয়ে পরিস্থিতি প্রচার করেন। এরপর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় দীর্ঘদিনের আওয়ামী করণ এবং এর ফলে ন্যায়বিচারের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, একজন প্রভাবশালী সাংবাদিক যদি এমন পরিস্থিতির মুখোমুখি হন, তাহলে সাধারণ নাগরিকদের অবস্থা আরও করুণ হতে পারে।
বক্তারা প্রশাসনিক সংস্কার এবং ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন অস্ট্রেলিয়ান কমিউনিটি নিউজ পোর্টালের প্রতিনিধি, সাংবাদিক এবং শুভানুধ্যায়ী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।