একুশে একাডেমি অস্ট্রেলিয়া ইনক-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ অক্টোবর,সোমবার,২০২৪ | আপডেট: ০৭:১৯ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
একুশে একাডেমি অস্ট্রেলিয়া ইনক (EAA)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) এবং নির্বাচন ২০২৪ গত ২৯ সেপ্টেম্বর অ্যাশফিল্ড সিভিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন তৎকালীন সভাপতি প্রকৌশলী আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক রওনাক হাসান।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৭ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশনার ড. আব্দুল কাইয়ুম পারভেজের তত্ত্বাবধানে এবং আনিলা পারভীনের সহযোগিতায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. সুলতান মাহমুদ। সহ-সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন পিয়াসা বড়ুয়া। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বুলবুল আহমেদ (শাজু), এবং সহকারী সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মো. তাসলিম আহমেদ (বাপ্পি)। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মি. বেঞ্জামিন গোমেজ এবং সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. সাঈদ আশিক (সুজন)।
প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মি. মেহেদি হাসান শাহীন এবং জনসংযোগ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ড. শাখাওয়াত নয়ন।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: প্রকৌশলী আব্দুল মতিন, মি. নেহাল নিয়ামুল বারী, মি. আল নোমান শামিম, মো. ফখরুদ্দিন আহমেদ ফখরুল, মি. শফিকুল লাসকর, মিস. নুসরাত জাহান স্মৃতি এবং মি. ইশাক হাফিজ।
একুশে একাডেমি অস্ট্রেলিয়া ইনক এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ধারণাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপান্তর করা এবং মাতৃভাষার সংরক্ষণ ও প্রচারকে আরও সুদৃঢ় করে।