avertisements 2

অস্ট্রেলিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ০৫:৫৩ পিএম, ২২ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত March for democracy বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য অস্ট্রেলিয়ার federal Parlament এ আগামী ২০ই আগস্টে অনুষ্ঠিতব্য কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সিডনির লাকেম্বা লাইব্রেরীতে ১৪/৭/২৪ইং রোজ রবিবার বাদ মাগরিব এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।অস্ট্রেলিয়া বি এন পির  সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রাশেদুল হক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি রাশেদুল হক  তার বক্তব্যে আগামী ২০ ই আগস্টের প্রোগ্রাম সফল করার মাধ্যমে  ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে বহির বিশ্বে যৌক্তিকভাবে তুলে ধরে  মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে  দেশে এবং বিদেশে সমান্তরাল ভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান ।

বিশেষ অতিথি হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বি এন পির সম্মানিত আহ্বায়ক রফিকুল আলম মজনু  তিনি অস্ট্রেলিয়া বি এন পির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন বিদেশের মাটিতে শত কর্মব্যস্ততার মধ্যেও আপনারা খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছেন তার সফলতা কামনা করছি এবং আমরাও যেন বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি আমাদের জন্য ও  দোয়া চাচ্ছি । সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য বিশয় ভিত্তিক উপকমিটি গুলোর বিষয়ে একটি সম্যক ধারণা দেন এবং সকলের কাছে পরামর্শ আহবান করেন এবং উপ- কমিটি গুলোর মধ্যে যদি কারো কোন বিষয়ে আগ্রহ / অপারগতা থাকে তাহলে আগামী দুই দিনের মধ্যে জানানোর জন্য অনুরোধ করেন । আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস অমি  সহ সভাপতি ফাইজুর চৌধুরী সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রনি কোষাধ্যক্ষ কে এম মনজুরুল হক আলমগীর সহ সাংগঠনিক সম্পাদক আসওয়াদুল হক বাবু মহিলা বিষয়ক সম্পাদিকা আবিদা সুলতানা প্রমুখ 

এছাড়াও অস্ট্রেলিয়া বি এন পির  নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি বাবুল তালুকদার  সহ সভাপতি আশরাফুল ইসলাম যোগ্মসম্পাদক  কামরুল ইসলাম শামীম  শফিঊল আলম সফিক সহ সাংগঠনিক সম্পাদক  গোলাম ফারুকী নাদিম মোঃ জসীম চৌধুরী দফতর সম্পাদক মুস্তাফিজুর রহমান লাবু  ,যুবদল অস্ট্রেলিয়ার আহ্বায়ক ,জাহাঙ্গীর হোসেন সেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ার আহ্বায়ক মশিউর রহমান তুহিন , সদস্য সচিব জাহিদুর রহমান এছাড়াও  বি এন পি , যুবদল, সেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভাপতি তার বক্তব্যে ঊপস্হিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে canbera program  কে সফল করার জন্য যাকে যে দায়িত্ব দেয়া হবে তিনি যেন তা সঠিকভাবে সম্পন্ন পালন করতে সচেষ্ট থাকেন এই প্রত্যাশা রেখে সভা শেষ করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2