বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেক দল, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুলাই,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৭:২৫ পিএম, ৪ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৫
গত রবিবার (২৩ শে জুন ) বিকাল ৫.৩০ টার সময় সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়া শাখার আহবায়ক মশিউর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান এর সঞ্চালনায় নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়৷ সভার শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওয়ারিস মাহমুদ,স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক (যুগ্ম সম্পাদক পদ মর্য্যাদায়) সম্পাদক মোঃ অমি ফেরদাউস।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব এস এম জিলানী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির প্রধান সাফল্য দেশ বিদেশে আওয়ামী লীগকে উলংগ করে দেওয়া হয়েছে । সাময়িক ভাবে দেখলে হয়তো মনে হবে আমরা সফল হতে পারি নাই কিন্তু বাস্তবতা ভিন্ন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি ইয়াসিন আলী। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের মা ও নেত্রী আজকে গুরুতর অসুস্থ কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার সঠিক চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছে না। এই জন্য দেশ ও বিদেশে আমাদের জনমত গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল হাসান।উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোঃ রাশেদুল হাসান। তিনি তার বক্তব্য নব গঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং কেন্দ্রীয় নেতৃবিন্দকে অনুরোধ করেন ভবিষ্যতে পূর্নাঙ্গ কমিটি করে অস্ট্রেলিয়াতে স্বেচ্ছাসেবক দলকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে দাঁড় করানোর জন্য এবং তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই কে দোয়া করার জন্য অনুরোধ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক হায়দার আলী, বিএনপি নেতা আশরাফুল আলম (মামা),ডাক্তার শাহজাহান আলী,ইয়াসির আরাফাত সবুজ,মোছামাৎ খাদিজা জামান রুপম,যুবদল নেতা জাহাঙ্গীর আলম,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খাজা দাউদ হোসেন, আহসান হাবিব, মুস্তাফিজ লাভু, মোতাহের হোসেন, মশিউল আজম বাপ্পী, মুরাদ হোসেন, মোবারক হোসেন, আব্দুর রহিম,রাসেল আহমদ,মিঠু বেপারী,ছাত্রনেতা শিবলী সহ আরও অন্যান্য নেতৃবিন্দ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন নব গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুর রহমান এবং নব গঠিত কমিটির নেতৃ বৃন্দদের কে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়।