avertisements 2

বিএনপি অস্ট্রেলিয়ার কমিটি গঠনে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ মে,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:৩৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

গত ২রা মার্চ ২০২৩ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক জনাব এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত পত্রের মাধ্যমে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব রাশেদুল হককে অস্ট্রেলিয়ায় বিএনপির  কমিটি গঠনের জন্য দায়িত্ব প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল গ্রুপকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী দল গঠন করার উদ্দেশ্যে  গত ২২শে মার্চ, ১১ এবং ৩০ এপ্রিল ২০২৩, একাধিক সভা আহ্বান এবং আয়োজন করেন।

জনাব রাশেদুল হক  ৩০ শে এপ্রিল সভায় উপস্থিত সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের সম্মতিক্রমে একটি সাংগঠনিক কমিটি গঠন করেন।  এই কমিটির সম্মানিত সদস্যরা হলেন -
    ১. জনাব তাওহিদুল ইসলাম - আহ্বায়ক
    ২. জনাব হায়দার আলী সদস্য - সচিব
    ৩. জনাব মোঃ অমি ফেরদৌস - দফতরের দায়িত্বে 
    ৪. জনাব মোঃ রুহুল আমিন - সম্মানিত সদস্য
    ৫.জনাব আশরাফুল ইসলাম - সম্মানিত সদস্য
    ৬.  জনাব ইলিয়াস কাঞ্চন শাহীন - সম্মানিত সদস্য
    ৭. সুলতান  আহমেদ জয় - সম্মানিত সদস্য 
    ৮.  জনাব আশরাফুল আলম রনি - সম্মানিত সদস্য
    ৯. জনাব মোঃ মোবারক হোসেন - সম্মানিত সদস্য
    ১০. জনাব আশওয়াদুল হক বাবু - প্রেস এবং মিডিয়া।

এই সাংগঠনিক কমিটি সাবেক এবং বর্তমান সকল নেতাকর্মীদের সাথে যোগাযোগ এবং আলোচনার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে এবং তাদের সকল কার্যক্রম এবং সকল আপডেট জনাব রাশেদুল হককে নিয়মিত ভাবে অবহিত করবেন। 

    গত ৫ই মে ২০২৩ইং রোজ শুক্রবার সিডনির লাকেম্বা লাইব্রেরী হলে এই সাংগঠনিক কমিটি তাদের প্রথম  সভা আয়োজন করেন।
    এই সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
    ১. সাংগঠনিক কমিটির সকল খবর স্থানীয় পত্রিকা গুলোতে ছাপানোর ব্যবস্থা করতে হবে।
    ২. নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ১৮ মে সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
    ৩. জনাব রাশেদুল হক আগামী মঙ্গলবার ০৯.০৫.২৩ইং এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সাংগঠনিক টিমের সাথে তাদের মতামত জানানোর জন্য অনুরোধ করবেন।

সাংগঠনিক কমিটির সদস্যবৃন্দ: ১.জনাব রুহুল আমিন, ২.জনাব ইলিয়াস কাঞ্চন, ৩.জনাব আশরাফ, জনাব মোবারক, ৪.জনাব অমি ফেরদৌস এবং ৫.জনাব হায়দার আলী সকলেই ঐক্যমত প্রকাশ করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অস্ট্রেলিয়া শাখার সকল সিনিয়র নেতৃবৃন্দের সাথে  আলাপ আলোচনার মাধ্যমে, প্রয়োজনে কিছু সম্মিলিত কর্মসূচি পালন করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর কেবলমাত্র এভাবেই অস্ট্রেলিয়াতে একটি শক্তিশালী কমিটি গঠন করা সম্ভব হবে। সাংগঠনিক কমিটির সভাপতি জনাব তাওহীদ তার বক্তব্যে বলেন, অস্ট্রেলিয়াতে বসবাসরত বিএনপি'র সকল প্রাক্তন এবং সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে অস্ট্রেলিয়াতে বিএনপি'র সর্বস্তরের সকল নেতা-কর্মী বৃন্দকে ঐক্যবদ্ধ করে একটি সম্মিলিত ও শক্তিশালী কমিটি গঠন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা এবং কার্যক্রম পরিচালনা করবো। তবে এই ক্ষেত্রে হাই কমান্ডের নির্দেশনা এবং সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। তিনি আরো বলেন, সাংগঠনিক কার্যক্রমের  প্রতিটি বিষয় লিখিত এবং ছবি মাধ্যমে সংরক্ষণ করা হবে।


 বিশেষভাবে উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া বিএনপির কমিটি প্রকাশের পূর্বে ও পরবর্তী সকল কার্যক্রমে অংশ গ্রহণে জন্য সদস্য ফরম বিতরণ এবং সংগ্রহ করা হচ্ছে। আগ্রহী সকল নেতাকর্মীদেরকে এই ফর্ম সংগ্রহ ও পূরণ করে অতিসত্বর জমা দানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। ফর্ম সংগ্রহ ও জমা দানের জন্য যোগাযোগ করতে হবে -
    ১. জনাব তাওহিদুল ইসলাম ০৪৩৩৮ ৯৯৯৭৮
    ২. জনাব হায়দার আলী ০৪১১৬ ৮৮৪০৪
    ৩. জনাব অমি ফেরদৌস ০৪২২৬ ৫১২৩৫

ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ সময় ২৩ মে ২০২৩ইং মঙ্গলবার,  সন্ধ্যা ৭:৩০ মিনিট পর্যন্ত  আপনারা সরাসরি লাকাম্বা অথবা লাইব্রেরী হলে এসে জমা দিতে পারবেন।

    ধন্যবাদান্তে,
    মোঃ আমি ফেরদৌস
    দফতরের দায়িত্বে 
    অস্ট্রেলিয়া বিএনপি সাংগঠনিক কমিটি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2