avertisements 2

চারদিনে এক বস্তা আলুও বিক্রি হয়নি, লুডু খেলছেন শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৫৭ পিএম, ১৮ অক্টোবর,রবিবার,২০২০ | আপডেট: ০৯:২৩ পিএম, ১০ মার্চ,রবিবার,২০২৪

Text

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঘিয়া বাজারের আল মদিনা কোল্ডস্টোরেজ থেকে গত চারদিনে এক বস্তা আলুও বিক্রি হয়নি। ফলে ওই কোল্ডস্টোরেজের শ্রমিকরা অলস সময় পার করছেন।

সরকার আলুর দাম নির্ধারণ করে দেয়ার পর থেকে হিমাগারে আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত মজুত থাকা সত্ত্বেও আলু বিক্রি করছেন না তারা।

ব্যবসায়ীরা বলছেন, ৮-১০ দিন আগে ৪০-৪২ টাকা কেজিতে আলু কিনে মজুত করেছেন তারা। এখন সরকার ২৩ টাকা কেজিতে আলু বিক্রি করতে বলছে। ওই দামে বিক্রি করলে কেজিতে ১৮-২০ টাকা লোকসান হবে। এজন্য হিমাগারে আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন তারা।

আলুর দাম নিয়ন্ত্রণে হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারি ২৫ টাকা এবং খুচরা বাজারে ৩০ টাকা নির্ধারণ করে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদফতর। মূলত এ কারণে হিমাগারে আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ী।

বাঘিয়া বাজারের আল মদিনা কোল্ডস্টোরেজে শনিবার (১৭ অক্টোবর) গিয়ে দেখা যায়, কোল্ডস্টোরেজের সেট খালি পড়ে আছে। স্টোরের অর্ধশতাধিক শ্রমিকের কেউ গল্প করছেন, কেউ তাস খেলছেন, কেউ লুডু খেলে সময় পার করছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2