কলকাতায় 'পানির দামে' ইলিশ, দেশে বাড়ছে পেঁয়াজের ঝাঁজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫২ এএম, ১৬ সেপ্টেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৩:২২ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় ইলিশের প্রথম চালান পৌঁছেছে মঙ্গলবার সকালে। আর এর মধ্যেই সেখানকার বাজারগুলোতে ইলিশের দামে প্রভাব পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। সংবাদমাধ্যমটি দাবি করছে, পশ্চিমবঙ্গে এখন পানির দামে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। এদিকে ভারত থেকে পেঁয়াজ রফতানি হঠাৎ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশের ক্রেতা ও বিক্রেতারা।
জি নিউজের প্রতিবেদনে ভারতের কলকাতার দমদম-পাতিপুকুর বাজারের ইলিশ মাছের দামের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের পাঠান ইলিশের মধ্যে একটন গেছে ওই বাজারে। সেখানে বড়ো একটি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ২০০ ভারতীয় রুপিতে। এছাড়া ছোট একটি ইলিশ মিলছে ৮০০ থেকে ৯০০ ভারতীয় রুপিতে।
এদিকে হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের দেশের খুচরা বাজারে রাতারাতি এ পণ্যটির দাম বেড়ে গেছে। জানা গেছে, মাত্র একদিনের ব্যবধানে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। পেঁয়াজের বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। তারা বলছেন, বাজারে পেঁয়াজের সংকটে দাম বেড়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর রামপুরা, মালিবাগ, মালিবাগ রেলগেট বাজার, শান্তিনগর, খিলগাঁও কাঁচা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকা প্রতি কেজি, আর ছোট আকৃতির দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা প্রতি কেজি।
আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে এবার ১ হাজার ৪৫০ টন ইলিশ মাছ দেবে বাংলাদেশ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

স্বর্ণ ও ফ্ল্যাটে বিনিয়োগের দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা

উদ্বেগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দিকেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার

আদানি পাওয়ারের ৪৩৭ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ সম্পন্ন

এনবিআরের আন্দোলনে চট্টগ্রাম বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
